নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ গোতাশিয়া।কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষায় সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
ক) নাম – গোতাশিয়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৬.৭৮ বর্গ মাইল ১৬৮৫.১১৭ হেক্টর।
গ) লোকসংখ্যা – মোট লোকসংখ্যা-৩২,৬৯৭ জন (প্রায়)।
ঘ) গ্রামের সংখ্যা – ২৩ টি।
ঙ) মৌজারসংখ্যা – ০৭টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকেযোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস।
জ) শিক্ষার হার – ৫৫%। (২০০১ এরশিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৮টি,
উচ্চ মাধ্যমিকবিদ্যালয়ঃ ৪টি,
কলেজ-০১টি,
সিনিয়র মাদ্রাসা- ১টি,
দাখিল মাদ্রাসা-০১টি।
নূরানী হাফিজিয়া মাদ্রাসা-০৫ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান -জনাব আব্দুল কাদির।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ট) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপন কাল – ২০০১সাল।
ঠ) নব গঠিত পরিষদের বিবরণ –
ড) গ্রাম সমূহের নাম –
পাঁচকান্দি সবর্লক্ষনা নামাগোতাশিয়া মামদারটেক চুলা প্রতাব মহল তেলিকান্দা
ঠেকেরকান্দ খোটমুড়া কোনাপাড়া ডোয়াইগাঁও গোতাশিয়া ব্রাহ্মনহাটা রথেরকান্দা
পাটেরকান্দা বাঘিবাড়ি আকানগর বকচর দূরবাকান্দি
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদসচিব – ১ জন।
৩)উদ্যোক্তা/কম্পিউটার অপারেটার-২ জন। মোবাইল-০১৭৩২৭৩৬৯২৩
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ –১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস