Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গোতাশিয়া ইউনিয়ন পরিষদ

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ গোতাশিয়া।কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষায় সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

 

ক) নাম – গোতাশিয়া ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৬.৭৮ বর্গ মাইল ১৬৮৫.১১৭ হেক্টর।

গ) লোকসংখ্যা – মোট লোকসংখ্যা-৩২,৬৯৭ জন (প্রায়)।

ঘ) গ্রামের সংখ্যা – ২৩ টি।

ঙ) মৌজারসংখ্যা – ০৭টি।

চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।

ছ) উপজেলা সদর থেকেযোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস।

জ) শিক্ষার হার – ৫৫%। (২০০১ এরশিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৮টি,    

    উচ্চ মাধ্যমিকবিদ্যালয়ঃ ৪টি,

    কলেজ-০১টি,

    সিনিয়র মাদ্রাসা- ১টি,

    দাখিল মাদ্রাসা-০১টি।

    নূরানী হাফিজিয়া মাদ্রাসা-০৫ টি।

 

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান -জনাব আব্দুল কাদির।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপন কাল – ২০০১সাল।

ঠ) নব গঠিত পরিষদের বিবরণ –

ড) গ্রাম সমূহের নাম –

 

             পাঁচকান্দি     সবর্লক্ষনা   নামাগোতাশিয়া    মামদারটেক   চুলা     প্রতাব মহল  তেলিকান্দা

             

ঠেকেরকান্দ  খোটমুড়া    কোনাপাড়া      ডোয়াইগাঁও     গোতাশিয়া   ব্রাহ্মনহাটা    রথেরকান্দা

             

পাটেরকান্দা  বাঘিবাড়ি   আকানগর     বকচর       দূরবাকান্দি      

 

ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –

 

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

              ২) ইউনিয়ন পরিষদসচিব – ১ জন।

              ৩)উদ্যোক্তা/কম্পিউটার অপারেটার-২ জন। মোবাইল-০১৭৩২৭৩৬৯২৩

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ –১০ জন।